ফের পয়েন্ট খোয়ালো মেসিহীন আর্জেন্টিনা

- আপডেট সময় : ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬ ৩৯৪ বার পড়া হয়েছে
খেলাধুলা ডেস্ক: ম্যাচের শুরুতে গোল নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের চোখে নায়ক ছিলেন ডিফেন্স তারকা রামিরো ফুনেস মোরি। তবে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষ দলকে পেনাল্টি উপহার দিয়ে ম্যাচ শেষে তিনি বনে যান ‘ভিলেন’। বিশ্বকাপ বাছাইপর্বে ফের পয়েন্ট খোয়ালো জায়ান্ট দল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) পয়েন্ট তালিকার তলানির দল পেরুর সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে খেলা শেষ করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পেরুর রাজধানী লিমায় ম্যাচের ১৫তম মিনিটে ইংলিশ দল এভারটনের ডিফেন্ডার ফুনেস মোরির গোলে এগিয়ে যায় সফরকারী আর্জেন্টিনা। ৫৮তম মিনিটে গোল নিয়ে পেরুকে সমতায় ফেরান অভিজ্ঞ স্ট্রাইকার পাওলো গেরেরো। দীর্ঘ বিরতিতে জাতীয় দলে ফিরে বল পায়ে ঝলক দেখান গঞ্জালো হিগুয়েন। ম্যাচের ৭৭তম ইতালিয়ান ক্লাব িেজভন্টাসের এ স্ট্রাইকারের গোলে ফের এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৮৪তম মিনিটে পেনাল্টির গোল শেষে আর্জেন্টিনার কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেয় পেরুভিয়ানরা। পয়েন্ট খুইয়ে তালিকার পাঁচ নম্বরে নেমে গেল আর্জেন্টিনা। ৯ ম্যাচেঅ আর্জেন্টিনার সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তালিকার চতুর্থ স্থানে রয়েছে কলম্বিয়া। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জয় নিয়ে ১৯ পয়েন্টে উরুগুয়ে রয়েছে তালিকার শীর্ষে। একই দিন বড় জয় নিয়ে দ্বিতীয় স্থানে বহাল সর্বাধিক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তালিকার শীর্ষ চার দল ২০১৮ বিশ্বকাপে খেলবে সরাসরি। আর পঞ্চম দল পাবে প্লে-অফ খেলার সুযোগ।