ব্রাজিলের গোল উৎসবে রক্তাক্ত নেইমার

- আপডেট সময় : ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬ ৪৫৮ বার পড়া হয়েছে
খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটির হয়ে ভিন্ন পাঁচজন পাঁচ গোল করেছেন। তবে এই ম্যাচে রক্তাক্ত হলেন ব্রাজিলের জয়ের নায়ক নেইমার। ম্যাচের ৬৮ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কনুইয়ের আঘাতে নেইমারের চোখের পাশ ফেটে যায়। এতে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন বার্সেলোনার এ স্ট্রাইকার। পুরো মুখ ভেসে যায় রক্তে। মাঠে থাকতে পারেননি তিনি। কোচ তিতে তুলে নেন নেইমারকে। তবে তার আগে কাজের কাজ করেন নেইমার। নিজে এক গোল করার পাশাপাশি অন্য দুটি গোল বানিয়ে দেন। ম্যাচের ১১ মিনিটেই তার গোলে এগিয়ে যায় ব্রাজিল। ২৬ মিনিটে ফিলিপে কুটিনহোর গোলে ব্যবধান বাড়ায় ব্রাজিল। আর ৩৯ মিনিটে নেইমারের পাস থেকে ব্যবধান ৩-০ করেন ফিলিপে লুইস এর ঠিক ৫ মিনিট বাদে নেইমারের পাস থেকে গ্যাব্রিয়েল জেসুসের কল্যাণে গোলের হালি পূর্ণ করে ব্রাজিল। আর ৭৫ মিনিটে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন রবার্তো ফিরমিনো। এতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ৯ ম্যাচে ৫ জয়, ৩ ড্র ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ব্রাজিল। ১৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে উরুগুয়ে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ইকুয়েডর, কলম্বিয়া ও আর্জেন্টিনা।