আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে দেবাদিদেব মাহাবেদ শিবের ২৬তম মহাপূর্ণ্যস্নান অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০১৬ ৪৭৯ বার পড়া হয়েছে
আলডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা সত্য নারায়ণ মন্দির ও স্বর্গীয়বাবু বিমল কুমার পালের সন্তান তপন কুমার পালের যৌথ উদ্যোগে আলমডাঙ্গা সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের অংশ গ্রহণে উৎসবমুখর পরিবেশে দেবাদিদেব মাহাবেদশিবের ২৬ তম মহাপূর্ণ্যস্নান অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা সত্য নারয়ণ মন্দির প্রাঙ্গণ থেকে কালি মন্দির ঘাটে ¯œান করে পূণরায় সত্য নারায়ণ মন্দিরে শিবলিঙ্গে জল ঢালেন। শত শত নারী পুরুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। কালিমন্দিরে যাত্রাকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আলওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদিন গনু, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, সুনীল অধিকারী, সুশান্ত সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, বাবু সমির কুমার দে, পরিমণ কুমার ঘোষ, উপজেলা হিন্দু যুব সম্প্রদায়ের আহবায়ক বিশ্বজিৎ, যুগ্ম আহবায়ক পলাশ, মিলন দাস, ঝড়– অধিকারী, সোহাগ, পবন বাপ্পি, মদন সাহ, নিমাই রায়সহ অসংখ্য সনাতনধর্মীলম্বিদের অংশগ্রহণ করতে দেখা যায়।