সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’ চুয়াডাঙ্গায় বাছাই সম্পন্ন : ১২ জন সাঁতারু নির্বাচিত

- আপডেট সময় : ০১:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০১৬ ৪১৯ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক: ‘সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে, বাংলাদেশ নৌ-বাহিনীর সহযোগিতায় সারা দেশে পর্যায়ক্রমে ৭২টি ভ্যেনুতে সেরা সাঁতারু বাছাই করা হবে। তারই অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ৮টা থেকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ প্রধান সড়কের নুরনগর অস্থায়ী সুইমিং পুলে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গা জেলার ২১৪ জন সাঁতারু নিবন্ধন করেন বাছাই পর্বে নির্বাচিত হওয়ার জন্য। চুড়ান্ত বাছাইয়ে চুয়াডাঙ্গার ১২জন সাঁতারু নির্বাচিত হয়। ১১ থেকে ১৮+ বয়সের সাঁতারুগন ৪টি ভিন্ন গ্র“পে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। চুয়াডাঙ্গা ভ্যেনুর চুড়ান্ত ফলাফলে ১জন মেয়ে সহ মোট ১২ জন সাঁতারু ইয়েস কার্ড দেন নির্বাচকেরা। নির্বাচিত সাতারুরা হলো মেহেদী, আকিব জয়, নুর ইসলাম, আল্পনা খাতুন, আহসান, রাকেশ, রবিন,শাওন, শাওন-২ নিরব ও মোসাদ। চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বাছাই গতকালই সম্পন করা হয়। গতকাল সকাল ১০টায় বাংলাদেশের ৩১তম ভ্যেনু হিসেবে সাঁতারু বাছাই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁতারু বাছাই দলের দলনেতা বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার সিপিএসসিবিএন এসএম মাহমুদুর রহমান, লে: কমান্ডার এসবিএন এম নাঈমুল হক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ জাতীয় সুইমিং দলের প্রধান কোচ দক্ষিন কোরিয়ার তেগুন পার্ক, ফেডারেশন সদস্য রাবেয়া খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, সাঁতার প্রতিযোগিতার আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ মর্তূজাসহ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য। দিনব্যাপী সাঁতারু বাছাই শেষে দ্বিতীয় পর্বে দুপুর আড়াই টায় সেরা সাঁতারুদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আঞ্জুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ পর্বে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। সেরা ১২জন সাঁতারুদের মধ্যে মেডেল, সনদপত্র ও ইয়েস কার্ড বিতরণ করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া বিষায়ক সম্পাদক ইসলাম রকিব মাষ্টার। উল্লেখ্য চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত পরিষদের ব্যবস্থাপনায় প্রথম বারের মত সাঁতার প্রতিযোগিতার এতো বড় আসর বসলো। জাঁক-জমকপূর্ণ এ আয়োজনে যেমন ছিল দর্শকদের উপচে পড়া ভীড়, তেমনি আয়োজনের ব্যাপকতা ও সাজ-সজ্জা দেখে বিচারক এবং আমন্ত্রিত অতিথিরা ভূয়সী প্রশংসা করেন নব নির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক ক্রিড়া ব্যাক্তিত্ব নঈম হাসান জোয়ার্দ্দারকে।