দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দামুড়হুদা একাদশ ফাইনালে

- আপডেট সময় : ১০:০০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০১৬ ৪৬৪ বার পড়া হয়েছে
মিরাজুল ইসলাম মিরাজ : চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জাগ্রত সংঘকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে দামুড়হুদা একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। শনিবার বিকালে দামুড়হুদা ষ্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের সেমিফাইনালের এই শেষ খেলাটি দামুড়হুদা একাদশ বনাম চুয়াডাঙ্গা জাগ্রত সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল সাড়ে ৪টায় দামুড়হুদা ষ্টেডিয়াম মাঠে খেলা শুরুর প্রথম মিনিটে পেনাল্টি থেকে গোল করে চুয়াডাঙ্গা জাগ্রত সংঘের খোকন দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর দামুড়হুদা একাদশ গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠলেও আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ১০মিনিটের মাথায় দামুড়হুদা একাদশের হিজবুদ ফ্রি কিক থেকে গোল করে ১-১ গোলে সমতা আনেন। এরপর তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ন এই খেলায় কোন দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত খেলা ট্রাইবেকারে গড়াই। ট্রাইবেকারে দামুড়হুদা একাদশ চুয়াডাঙ্গা জাগ্রত সংঘকে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। গতকালের এই খেলায় দামুড়হুদা ষ্টেডিয়াম মাঠ ছিল কানায় কানায় পূর্ন, হাজার হাজার দর্শক প্রতিদ্বন্দ্বীতাপূর্ন এই খেলাটি উপভোগ করেন। দামুড়হুদা একাদশের পরিচালনায় ছিলেন, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, ইউপি সদস্য আবু সাইদ, আঃ হাকিম, শহিদ আজম সদু, আব্দুর রশিদ ও আমিরুল। এসময় উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক দামুড়হুদা ক্রীড়া সংস্থার সাধারন স¤পাদক, এম নুরুন্নবী, খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা, যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, উপদেষ্টা ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ, আব্দুস জব্বার ও সাবেক ইউপি সদস্য আবুল হাশেম। খেলা পরিচালনা করেন, সবুর, রবি ও নিপুন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজল, বিদ্যানিকেতনের পরিচালক হাফিজুর রহমান কাজল, শরিফ উদ্দীন, নওশাদ আলী, শহিদ আজম রহমান সদু, আমিনুল ইসলাম রশিদ, সন্টু, শওকত আলী। খেলার ধারাভাষ্যে ছিলেন, শামিম খান ও জাফর ইকবাল ।