জয়ের লক্ষ্য দ. আফ্রিকা ও অস্ট্রেলিয়ার

- আপডেট সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬ ৫৫২ বার পড়া হয়েছে
খেলাধুলা ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি দুই দলই জয় দিয়ে সিরিজ শুরু করতে চাইছে। সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। গত জুনে ওয়েস্ট ইন্ডিজের মেিাটতে সর্বশেষ ত্রিদেশীয় একটি ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল উভয় দলই। কিন্তু পুরো টুর্নামেন্টেই বাজে পারফরমেন্স প্রর্দশন করে দক্ষিণ আফ্রিকা। ফাইনালেই উঠতে পারেনি তারা। লিগ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতে অসিরা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের অনুশীলনটা ভালোভাবেই সেড়েছে তারা। ব্যাট-বলের পারফরমেন্সে আইরিশদের ২০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। ব্যাট হাতে ১১৩ রানের ইনিংস খেলেন অভিষেক ম্যাচ খেলতে নামা তেম্বা বাভুমা। এছাড়া উইকেটরক্ষক কুইন্ট ডি কক ৮২, জেপি ডুমিনি ৫২ ও ফারহান বেহারদিয়ান ৫০ রান করেন। ফলে ৫ উইকেটে ৩৫৪ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ডুমিনির স্পিন-ঘুর্ণিতে ১৪৮ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ডুমিনি শিকার করনে ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার মত ওয়ানডে সিরিজের আগে আয়ারল্যান্ডের সাথে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়াও। বোলার ও ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৯ উইকেটে ম্যাচ জিতে অসিরা। প্রথমে ব্যাট করে ১৯৮ রানেই গুটিয়ে যায় আইরিশরা। জবাবে ১১৯ বল ও ৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। তাই দুই দলের অধিনায়কের মতেই ওয়ানডে সিরিজে এ দু’ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগবে। এবি ডি ভিলিয়ার্সের ইনজুরির কারণে এ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব পাওয়া ফাফ ডু-প্লেসিস বলেন, ‘দুই মাস পর ওয়ানডে খেলছি আমরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের ভালো কাজে দিয়েছে। অনুশীলনটা ভালো হয়েছে। আশা করি ওয়ানডে সিরিজে দল ভালো পারফরমেন্স করবে। জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য আমাদের।’ আর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘ওয়ানডেতে আমরা দারুন ফর্মে আছি। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রেখে ওয়ানডে সিরিজের শুরুটা ভালোভাবে করতে চাই।’ দক্ষিণ আফ্রিকা দল(সম্ভাব্য): : ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), কাইল এ্যাবট, হাসিম আমলা, ফারহান বেহারদিয়েন, কুইন্ট ডি কক, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, আন্দিল পেলুকওয়ো , কাগিসো রাবাদা, রিলি রোসৌ, তাবরিজ শামসি ও ডেল স্টেইন। অস্ট্রেলিয়া দল (সম্ভাব্য): : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড মিলার, জর্জ বেইলি, স্কট বোল্যান্ড, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, ট্রাভিস হেড, উসমান খাজা, মিচেল মার্শ, জো মেনি , ক্রিস ট্রিমেইন, ম্যাথু ওয়েড, ড্যানিয়েল ওরাল ও এডাম জাম্পা।