কবি নজমুল হেলাল সাহিত্যে স্বর্ণপদক সম্মাননা পেলেন

- আপডেট সময় : ০১:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১০২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সাহিত্যে অসামান্য অবদানের জন্য চুয়াডাঙ্গার কৃতি সন্তান কবি নজমুল হেলাল স্বর্ণপদক সম্মাননা ২০১৬ ভুষিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউনচে ঢাকাস্থ ৭১’র চেতনা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে কবিকে এই স্বর্ণপদক সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড.মির্জা আব্দুল জলিল কবি নজমুল হেলালের হাতে এই স্বর্ণপদক সম্মাননা তুলে দেন। কবি নজমুল হেলাল চুয়াডাঙ্গার কৃতি সন্তান তিনি দীর্ঘ দিন থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাহিত্য চর্চা করে আসছেন। তার একাধিক একক কাব্যগ্রন্থসহ বিভিন্ন প্রকাশনা রয়েছে। তার এই অসামান্য সাহিত্যে স্বর্ণপদক সম্মাননা প্রাপ্তিতে চুয়াডাঙ্গা জেলার সাহিত্যাঙ্গনের কবি সাহিত্যিক ও তার শুভাকাঙ্খীরা কবি নজমুল হেলালকে অভিনন্দন জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ