আলমডাঙ্গা মিড-ডে মিল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস

- আপডেট সময় : ১২:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬ ৩০০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট দেব প্রশাদ পাল, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুর ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শাহরীয়ার কবীর, সৈয়দ মাসুদুল ইসলাম, প্রধান শিক্ষক আবেদা সুলতানা, শিক্ষিকা নাছরিনা আক্তারসহ সকল শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন। উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলায় এই প্রথম মিড-ডে মিল শুভ উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। এ ব্যাপারে শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসারের সহযোগীতায় ও শিক্ষা অফিসের তত্ত্বাবধানে মিড-ডে মিল ব্যবস্থা চালু করা হলো। পর্যায়ক্রমে সকল স্কুলে স্থানীয় দাতাদের সহায়তায় মিড-ডে মিল চালু করা হবে।