মেহেরপুরে জাতীয় মহিলা সংস্থার জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

- আপডেট সময় : ১১:১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬ ৩৭১ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মেহেরপুরে মানববন্ধন করেছে জাতীয় মহিলা সংস্থা। আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং মায়েদের সচেতন করার লক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ঐ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যপি মানববন্ধনে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদিকা নার্গিস পারভীন, সদর উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী লতিফন নেছা লতা, শহর যুব মহিলালীগের সভানেত্রী রোকসানা কামাল প্রমুখ। এর আগে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরার নেতৃত্বে একটি র্যালী বের হয়। র্যাালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ।