আলমডাঙ্গার হাপানিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের আহত ৫

- আপডেট সময় : ১২:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬ ৩৭৮ বার পড়া হয়েছে
শহর প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের হাপানিয়া গ্রামের উত্তরপড়ায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মা ও মেয়েসহ আহত হয়েছে ৫জন। জানা গেছে, গতকাল দুপুর আনুমানিক দেড়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন একই গ্রামের উত্তরপাড়ার ইয়াকুবের স্ত্রী মর্জিনা খাতুন (৫৫) ও তার ৪ মেয়ে শান্তনা খাতুন (৩০), শারমিন খাতুন (২৭), নাসরিন খাতুন (২৪) ও ইয়াছমিন খাতুন (১২)। এবিষয়ে মর্জিনা খাতুন সাংবাদিকদের জানান, আমার প্রতিবেশি কুদ্দুস আলীর ছেলে মোস্তফা আমার ১বিঘা দীর্ঘদিন ধরে জোরপূর্বক চাষ করছে, যখনি আমি জমি ফেরত চাই তখনি সে আমাকে হত্যার হুমকী দেয়। এনিয়ে গত চার দিন আগে গ্রাম্য সালিশে গ্রামের মাতবরেরা আমার পক্ষে রায় দিলে মোস্তফা রায় না মেনে আমাকে ৩দিনের ভেতর হত্যার হুমকী দেয়। এরই সূত্রধরে গতকাল কুদ্দুসের ছেলে মোস্তফা তার স্ত্রী জাহানারা ও ২মেয়ে পিপাসা, বিউটি, জামাই নূর ইসলাম এবং একই গ্রামের আহাদ আলির ছেলে পরাজিত মেম্বার সেলিম ও কাশেম আলির ছেলে ওমরসহ বেশ কয়েকজন আমার বাড়ীতে এসে আমার ছোট মেয়ে ইয়াসমিনকে মারধর করে এবং তার শ্লীলতাহানির চেষ্টা করে এমন সময় আমরা পুকুর থেকে গোসল শেষে বাড়ী ঢুকেই তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে আমাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমিসহ আমার ৪চার মেয়েকে গুরুতর আহত করে। এমন সময় আমাদের চিৎকারে গ্রামবাসী আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করেছে। আমি এই নির্যাতনের বিচার চাই ও আমি আমার জমি ফেরত চাই।