জীবননগরে ১৫ আগস্ট উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৫৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬ ৩৮৯ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে যথাযোগ্য মর্যাদায় ১৫আগস্ট উদযাপন উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল রবিবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগামী ১৫আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে যথাযগ্যে মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন, জীবননগর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সাত্তার সহ মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্েরর পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা মৎস্য অফিসার, জীবননগর আদর্শ মহিলা কলেজের অধ্যাক্ষ আলাউদ্দিন হোসন, আলীয়া মাদ্রাসার অধ্যাক্ষ মাও.আঃ খালেক, উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসন খান, সাংবাদিক সামসুল আলম, জাহিদ বাবু, মিথুন মাহমুদ, সনজয় হালদার, উষা সংস্থার সমন্বয়কারী আলমগীর হোসেন ও জীবননগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ জীবননগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।