ক্রিকেটকে বিদায় জানালেন সারওয়ান

- আপডেট সময় : ০১:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬ ৩৮৯ বার পড়া হয়েছে
খেলাধুলা ডেস্ক: সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মিডল-অর্ডার ব্যাটসম্যান রামনারেশ সারওয়ান। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে কেনসিংটন ওভালে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন সারওয়ান। তারপর থেকেই দলের বাইরে রয়েছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। অনূর্ধ্ব-১২ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন যে মাঠে সেই স্টেলা মারিস স্কুলেই তিনি অবসরের ঘোষণা দিলেন। কিছু কিছু গণমাধ্যমের দাবী অবশ্য তিনি শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, আবার কিছু কিছু বলছে সব ধরনের ক্রিকেট থেকেই তিনি সড়ে দাঁড়িয়েছেন। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সারওয়ান ৮৭টি টেস্ট, ১৮১টি ওয়ানডে ও ১৮টি টি২০ ম্যাচ খেলেছেন। ২০০০ সালের মে মাসে বার্বাডোজের কেনসিংটন ওভালে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল। তিন ধরনের ফর্মেট মিলিয়ে ১১৯৯৪ আন্তর্জাতিক রান পুঁজি করে সারওয়ান ক্যারিয়ারের ইতি টানলেন। ২০০৪ সালে একহাজার টেস্ট রান করে এক ক্যালেন্ডার বছরে তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। এর মধ্যে ছিল একটি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে ২৬১ রানের ইনিংসটি ছিল তার টেস্ট সর্বোচ্চ। ক্যারিয়ারে ৮৭টি টেস্ট খেললেও ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে প্রায়ই দল থেকে বাদ পড়েছেন। ২০০০-০১ সালে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মত সফরে গিয়ে পাঁচ ইনিংসে মাত্র তিন রান সংগ্রহ করেছিলেন। অভিষেক টেস্ট সেঞ্চুরির জন্য তাকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে। ২০০২ সালের ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ৪৯তম টেস্টে কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা মিলে। এরপরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট জনসে দুর্দান্ত ১০৫ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। ২০০৩-০৪ সালে দক্ষিণ আফ্রিকা সফরও সারওয়ানের জন্য স্মৃতিময় হয়ে আছে। ডারবান ও সেঞ্চুরিয়ানে দুটি সেঞ্চুরি তাকে সফলতার চূড়ায় নিয়ে গিয়েছিল। এরপরেই বাংলাদেশের বিপক্ষে আসে বহুল প্রতীক্ষিত ডাবল সেঞ্চুরি। কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারার অধীনে মাত্র দুটি টেস্ট খেলার সৌভাগ্য হয়েছে সারওয়ানের। লর্ডসে প্রথমবারের মত টেস্ট খেলতে নেমে কাঁধের ইনজুরিতে আক্রান্ত হয়ে প্রায় বছরখানের মাঠের বাইরে ছিলেন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রথম দুটি টেস্ট নিয়মিত অধিনায়ক ক্রিস গেইলের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করার সুযোগ পান। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছেন সারওয়ান। ক্রিকইনফো।