মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে এমপি ফরহাদ হোসেন জনবল ও ওষুধের সংকট দ্রুত সমাধানের আশ্বাস

- আপডেট সময় : ১২:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬ ৩৯০ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি খোঁজখবর নিতে পরিদর্শন করেছেন সংসদ সদস্য ফরহাদ হোসেন। আজ সোমবার দুপুরে তিনি হাসপাতালে পরিদর্শনে যান। এ সময় তিনি শিশু ওয়ার্ডে ভর্তিরত রোগীর স্বজন ও চিকিৎসকদের সাথে হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। চিকৎসকরা জানান, গেল দুই সপ্তাহ ধরে শিশু ওয়ার্ডে ১২ শর্য্যার বিপরীতে শাতাধীক রোগী ভর্তি থাকছে। চিকিৎসা নিয়েছে প্রায় ২ হাজার শিশু রোগী। হাসপাতালে স্বল্প জনবল দিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতাল কতৃপক্ষ। সাথে রয়েছে ওষুধের সংকট। সংসদ সদস্য রোগীর স্বজন ও চিকিৎসকদের কথা শোনেন। জনবল ও ওষুধের সংকট দ্রুত সমাধান করার আশ্বাস দেন।
উল্লেখ্য, আবহাওয়াজনিত কারণে গেল দুই সপ্তাহ ধরে হাসপাতালে বাড়ছে শিশুর রোগীর সংখ্যা। বর্হিবিভাগে চিকিৎসা নিচ্ছে প্রতিদিন গড়ে দুই শতাধীক শিশু রোগী। এছাড়াও হাসপাতালে ১২ শর্য্যার বিপরীতে প্রতিদিন গড়ে ভর্তি থাকছে শাতাধীক শিশু রোগী। এময় সেখানে উপস্থিত ছিলেন ডা. মিজানুর রহমান, ডা.আনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সহ-সভাপতি একে আজাদ সাগর, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মফিজুর রহমান মফিজসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।