ভারতে অনাহারে মারা গেছে ৫ শতাধিক গরু

- আপডেট সময় : ০৫:২০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬ ৩৯২ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: ভারতের রাজস্থানে অনাহারে পাঁচ শতাধিক গরু মারা গেছে। গত দুই সপ্তাহে রাজস্থানের জয়পুরে গরুর আশ্রয়কেন্দ্রে এসব গরু মারা যায়। জয়পুরের হিঙ্গোনিয়া ‘গো-আশ্রয়কেন্দ্রে’র আড়াই শতাধিক কর্মী একযোগে কর্মবিরতি পালন করায় অস্বাস্থ্যকর পরিবেশ ও অনাহারে এখানকার গরুগুলো মারা যায়। স্বেচ্ছাসেবীরা এসব মরা গরু ট্রাকে করে এখন সরানোর কাজ করছেন। বেতন বন্ধ করার কারণে কর্মীরা গত মাস থেকে এ কর্মবিরতি পালন করছেন। খবর এনডিটিভি’র। কর্মচারীদের বেতন নিয়ে আশ্রয় কেন্দ্রে গরু দেখভালের জন্য কর্মী সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ও মিউনিসিপালটির মধ্যকার টানাপোড়েনের জন্য গত মে মাস থেকে বেতন বন্ধ রয়েছে। সরকারি এ গো-আশ্রয়ণ প্রকল্পের চেয়ারম্যান ভগবত সিং দেওয়ান বলেন, গত মে মাস থেকে কর্মীদের বেতন বন্ধ। কর্মচারী ছাড়া এ সমস্যার কোনো সমাধান নেই। এখানে আট হাজারের মতো গরু রাখা যায়। এ জন্য দেশটির সরকার বছরে ২০ কোটি টাকা বরাদ্ধ করেছে। সরকারি পশু চিকিৎসক দেবেন্দ্র কুমার যাদব বলেছেন, এ খানকার গরুগুলো রোগাক্রান্ত হয়ে মারা যায়নি, খাদ্যাভাবে মরেছে। এ ব্যপারে রাজ্য সরকার জরুরি বৈঠকে বসছে।