দুই দিনে দুই লাখ ছাড়িয়ে গেল লোকালবাস

- আপডেট সময় : ১০:৫৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬ ৪৫০ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: বাংলাদেশের গানের ইতিহাসে এমনটা আর ঘটেনি বলেই সবাই মনে করছেন। অন্তত যারা গান আর মিউজিক ভিডিওর খোঁজখবর রাখেন। বাংলাদেশের গানের মিউজিক ভিডিওর ক্ষেত্রে ইতিহাস তৈরি করলো গোলাম রাব্বানী ও লুৎফর হাসানের লেখা এবং মমতাজ, প্রীতম ও সাফায়াতের গাওয়া ‘লোকালবাস’ গানটি। গানটির সুর ও সংগীত পরিচালনায় আছেন প্রীতম হাসান। গানটির একটি অংশের সুর করেছেন লুৎফর হাসান। ২ সেপ্টেম্বর রাত ৯টার পর গাঙচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয় তানিম রহমান অংশু নির্মিত মিউজিক ভিডিওটি। ৪ সেপ্টেম্বর সকাল ১২টা নাগাদ দেখা যায় ভিডিওটি ২ লাখ তিন হাজার আটশ নয় জন মানুষ দেখেছেন। তবে গাঙচিল কর্তৃপক্ষ মনে করছে গানটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে খুব শিগগিরই। অন্যান্য সব গানের রেকর্ড ভাঙবে এই গানটি। এই গানের মাধ্যমেই প্রথমবারের মতো মিউজিক ভিডিও’র মডেল হয়েছেন টয়া। এতে তাঁর বিপরীতে রয়েছেন মডেল সৌমিক আহমেদ। মিউজিক ভিডিওটির নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ। বলে রাখা ভালো, গত রোজা ঈদে ‘লোকাল বাস’ গানটি গাঙচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়।