১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা

- আপডেট সময় : ১১:০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬ ৪৮৪ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: গতকাল দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ১৩ই সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। ধর্ম সচিব মো. আবদুল জলিলও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জানানো হয়, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৩৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রোববার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা পালন করেন। উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১২ই সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। সাধারণত সৌদি আর মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা ও ঈদুল ফিতর উদযাপন হয়ে থাকে।