জিকা ঝুঁকিতে এশিয়া ও আফ্রিকার ২০০ কোটি মানুষ

- আপডেট সময় : ০৯:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬ ৫০০ বার পড়া হয়েছে
বিশ্ব ডেস্ক: এশিয়া ও আফ্রিকা মহাদেশের ২০০ কোটিরও বেশি মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে দাবি করেছেন গবেষকরা। দ্য ল্যানসেট ইনফেকসাস ডিজিসে প্রকাশিত গ্রন্থে গবেষকরা দাবি করেন, ভারত, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়ার জনগণ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। দেশগুলোতে পর্যটকদের সংখ্যার কারণে এই ঝুঁকি বেশি। তবে কিছু কিছু এলাকা এই শঙ্কামুক্ত থাকতে পারে আশা করছে গবেষকরা। লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিকাল মেডিসিন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ টরোন্টোর একদল গবেষক এই গবেষণা করেন। তারা জানান, অনেক মানুষ এমন পরিবেশে বসবাস করেন যেখানে এই ভাইরাসকে মোকাবেলা করা খুবই কঠিন। তারা তুলে ধরেন যে কত মানুষ লাতিন আমেরিকা থেকে আফ্রিকা ও এশিয়ায় ভ্রমণ করেন। এবং সেখানে মশাবাহিত এই রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনামেও জিকা ভাইরাস আংশিক ছড়াতে পারে। কারণ এখানে চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত নয় বলে দাবি করেন গবেষকরা। গবেষক ড. কামরান খান বলেন, ‘কোনো দেশের জনসংখ্যার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থার বিষয়টিও জিকা মোকাবেলায় খুব জরুরি।’ তাদের এই গবেষণা জিকা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করেন গবেষকরা। বিবিসি