ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ বিভিন্ন মামলায় ৩৬ জন গ্রেফতার

- আপডেট সময় : ০৪:৪৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬ ৩১৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৩২ জনকে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আহমেদ কবীর হোসেন জানান, কোটচাঁদপুর থেকে গ্রেফতার হওয়া জামায়াত-শিবিরের কর্মীরা হলো সলেমানপুর দাসপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে মাহাবুবুর রহমান (৩৫), ফুলবাড়ী রেলগেট পাড়ার শফি উদ্দীনের ছেলে বাবুল হোসেন (২৭), ফাজিলপুর গ্রামের করম আলী ছেলে বাবুল হোসেন (৫০), জালালপুর মালোপাড়ার আবুল কাশেমের ছেলে মানোয়ার হোসেন (৩৫)। তিনি আরো জানান, এ সময় বিভিন্ন মামলায় আরো ৫ জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪ জামায়াত-শিবিরসহ বিভিন্ন মামলায় মোট ৩৬ জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।