জীবননগর বাজারে ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ীর জেল প্রদান

- আপডেট সময় : ১২:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০১৬ ৪০৩ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে জেলা মাদক নিয়ন্ত্রনের অভিযানে জীবননগর বাজারের বিখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক ৫ বোতল ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক অবশেষে ভ্রাম্যমান আদালতে জেল প্রদান। জানা গেছে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রনের উপপরিদর্শক আবুল কালাম আযাদ সঙ্গিয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বাজারের তরফদার নিউ মার্কেটের সামনে রিতা মিতা কপি হাউজে অভিযান চালিয়ে ৫বোতল ফেন্সিডিল ও গাঁজা সহ দোকান মালিক জীবননগর পৌর সভার লক্ষীপুর গ্রামের মৃত শাহাজানের ছেলে জীবননগর বাজারের মাদকব্যবসায়ী ফারুক (৩৫) এবং দোকানের কর্মচারী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের আজিজুল হকের ছেলে আনিছকে(১৫) গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। জীবননগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার নুরুল হাফিজ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী ফারুককে একটি মাদক দ্রব্য আইনে রেগোলার জেল প্রদান করেন এবং আনিছ নাবালক হওয়ায় তাকে মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকার জন্য সংশোধনাগারে প্রেরণ করেন। একটি সুত্রে জানা গেছে, ফারুক জীবননগর বাজারের সব চেয়ে বড় মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত সে এর আগেও বেশ কয়েকবার র্যাব এবং পুলিশের হাতে মাদক সহ গ্রেফতার হয়েছিল কিন্তু সে টাকার জোরে জেল থেকে বেরিয়ে এসে পুনরায় আবারও প্রকাশ্য মাদক বিক্রি চালু করেন। তার এ মাদক ব্যবসার কারনে সমাজে উঠতি বয়সের যুবকরা ধ্বংসের দিকে ধাবিত হয়ে চলেছিল। এদিকে মাদক ব্যবসায়ী ফারুককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রেগোলার জেল প্রদান করায় জীবননগর উপজেলার নির্বাহী অফিসারকে এলাকাবাসী সহ অভিভাবক মহল সাধুবাদ জানিয়েছে ।