কার্পাসডাঙ্গায় বাজার তদারকি করলেন দোকান মালিক সমিতির নেতারা

- আপডেট সময় : ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৮ বার পড়া হয়েছে
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে গত শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা কাঁচাবাজারসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান ও বাজার তদারকি করেন। তিনি কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে সরকারের বেঁধে দেওয়া মূল্যে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি হচ্ছে কিনা তা খেয়াল রাখতে নির্দেশ প্রদান করেন। সেই মোতাবেক গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বাজার কমিটির সভাপতি আলমগীর রাসেল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচির নেতৃত্বে বাজার পরিদর্শন করা হয়।
এসময় সরকারের বেঁধে দেওয়া মূল্যে আলু ৩৫-৩৬ টাকা, পেঁয়াজ ৬৪-৬৫ টাকা ও ডিম প্রতি পিচ ১২ টাকা মূল্যে বিক্রি করতে ব্যবসায়ীদের বাধ্য করান। অনেক ক্রেতারা এসময় আলু, পেঁয়াজ ও ডিমসহ অন্যান্য সবজি ক্রয় করেন। তারা সমিতির নেতাদের ধন্যবাদ এবং ভবিষ্যতে বাজারের বিশেষ মাংসের তদারকি করার আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সহসভাপতি রফিকুল ইসলাম, সহ-সম্পাদক আবুল কালাম, সদস্য জিয়াউর রহমান ও হেলাল উদ্দিন।