দর্শনায় বাউল সম্রাট শাহ আ.করিমের মৃত্যুবার্ষিকী পালন

- আপডেট সময় : ০৭:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৮ বার পড়া হয়েছে
দর্শনা অফিস:
দর্শনায় জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদ তাদের নিজস্ব কার্যালয়ে দর্শনা আকন্দবাড়িয়ায় বাউল সম্রাট শাহ আ.করিমের ১৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। গতকাল রোববার সন্ধ্যায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাউল সম্রাট শাহ আ.করিমের জীবনকাল নিয়ে আলোচনা সভ অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি ওস্তাদ আমির হোসেনের সভাপতিত্বে সাধক বাউল শাহ আ.করিমের কর্মময় জীবনী নিয়ে আলোচনা ও শাহ আ.করিমের গান পরিবেশন করেন আন্তর্জাতিক ফোক শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ধীরু বাউল।
সভায় প্রধান বক্তা থেকে বক্তব্য দেন দামুড়হুদা আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিজানুর রহমান মন্ডল। আলোচনা শেষে সাধক বাউল শাহ আ.করিমের রেখে যাওয়া সম্পদ বা তার রচনা ও সুর দেওয়া গান গেয়ে উপস্থিত সকলের মন জয় করেন আগত শিল্পী ভক্তগন। গান গল্প কথায় ও ভক্তদের পদচারণায় বাউল পরিষদ চত্বর মুখরিত হয় এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। রাতে সেবা গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।