চুয়াডাঙ্গা ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিদাসপুর স্টুডিও’র মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গণধোলাই নাগদাহ ও খাসকররা ইউনিয়ন আ.লীগের কর্মী সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার ৫২তম জন্মবার্ষিকী পালন বারাদী ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণকালে দিলীপ কুমার আগরওয়ালা হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে রোগীর স্বজনের অভিযোগ আলমডাঙ্গায় পুত্রবধূর বটির কোপে শাশুড়ি জখম বাংলাদেশিদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ মার্কিন ভিসানীতি নিয়ে পুলিশ-আমলা-বিচারাঙ্গন সবার মধ্যে আতঙ্ক আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্থানীয় সরকার দিবস পালন

বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান : এমপি টগর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
সময়ের সমীকরণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমীকরণ প্রতিবেদন:
‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়ন—উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা ও উপজেলা প্রশাসন।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা মঞ্চের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে উন্নয়ন মেলা উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা ও বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তোলার মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চ চত্বরে উন্নয়ন মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় উপজেলার প্রতিটি দপ্তর ও প্রতিটি ইউনিয়নের স্টলে তাদের সেবামূলক কর্মকাণ্ড তুলে ধরে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার স্থানীয় সরকারকে শক্তিশালি করতে সবরকম কাজ করে যাচ্ছেন। প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবনকে একটি মিনি সচিবালয়ের মতো করে গড়ে তুলেছেন, সেখানে উপজেলার প্রতিটি দপ্তরের অফিস করে দেওয়া হয়েছে। গ্রামের সকল মানুষ ইউনিয়ন পরিষদ থেকে সকল রকমের সেবা পাচ্ছেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ফরিদ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, জনস্বাস্থ প্রকৌশলী আব্দুর রশিদ, সরকারি কলেজের সিনিয়র প্রভাসক ড. মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাখসুরা জান্নাত, উপজেলা তথ্য অফিসার সিন্ধা দাস, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন, পরিবার ও পরিকল্পা কর্মকর্তা ডা. ফজলুল হক, ট্রেনিং ইন্সপেক্টর জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, আশিকুর রহমান ওল্টু, আবু সাইদ পিন্টু, মুন্সি ইমদাদুল হক, হাসানুজ্জামান, মোজাহিদুর রহমান, মখলেছুর রহমান শিলন, এজাজ ইমতিয়াজ বিপুল, তাফসির আহমেদ লাল, মিনহাজ উদ্দিন বিশ্বাস, আসাদুল হক মিকা, তরিকুল ইসলাম, নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
দামুড়হুদা:
দামুড়হুদায় স্থানীয় সরকার দিবস পালনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করেছে উপজেলা প্রশাসন। গতকাল বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, হাউলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন ও দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।
প্রধান অতিথির আলী মুনছুর বাবু বলেন, ‘দেশে প্রথম বারের মত এই দিবসটি পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার তার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য স্থানীয় সরকার গঠন করে থাকেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানেও স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রেখে চলেছে। তাই আমাদের আরও বেশি বেশি স্থানীয় সরকার সম্পর্কে জানতে হবে। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করেছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ।
জীবননগর:
জীবননগরে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা—২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশের প্রতিটি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন গুলোর ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এক সময় শুধু ইউনিয়ন পরিষদই নয়, পৌরসভাগুলোরও বেহাল দশা ছিল। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাগুলোর নতুন নতুন ভবন তৈরি করেছেন। সাধারণ জনগণ যাতে সুন্দরভাবে সেবা পায় সেজন্য তিনি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সমস্ত কিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।’
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মীর্জ হাকিবুর রহমান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, রায়পুর ইউপি চেয়ারমান তাহাজ্জত হোসেন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাসার শিপলুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন, উপজেলা পরিষদের সচিব, কাউন্সিলর ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর, পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উন্নয়নমূলক স্টল স্থান পেয়েছে।
মেহেরপুর:
মেহেরপুরে ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে— উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় স্থানীয় সরকার দিবস—২০২৩ পালিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয় সামনে এসে শেষ হয়। পরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক মো. শামিম হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্থানীয় সরকার দিবস পালন

বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান : এমপি টগর

আপডেট সময় : ০৭:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়ন—উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা ও উপজেলা প্রশাসন।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা মঞ্চের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে উন্নয়ন মেলা উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা ও বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তোলার মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চ চত্বরে উন্নয়ন মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় উপজেলার প্রতিটি দপ্তর ও প্রতিটি ইউনিয়নের স্টলে তাদের সেবামূলক কর্মকাণ্ড তুলে ধরে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার স্থানীয় সরকারকে শক্তিশালি করতে সবরকম কাজ করে যাচ্ছেন। প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবনকে একটি মিনি সচিবালয়ের মতো করে গড়ে তুলেছেন, সেখানে উপজেলার প্রতিটি দপ্তরের অফিস করে দেওয়া হয়েছে। গ্রামের সকল মানুষ ইউনিয়ন পরিষদ থেকে সকল রকমের সেবা পাচ্ছেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ফরিদ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, জনস্বাস্থ প্রকৌশলী আব্দুর রশিদ, সরকারি কলেজের সিনিয়র প্রভাসক ড. মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাখসুরা জান্নাত, উপজেলা তথ্য অফিসার সিন্ধা দাস, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন, পরিবার ও পরিকল্পা কর্মকর্তা ডা. ফজলুল হক, ট্রেনিং ইন্সপেক্টর জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, আশিকুর রহমান ওল্টু, আবু সাইদ পিন্টু, মুন্সি ইমদাদুল হক, হাসানুজ্জামান, মোজাহিদুর রহমান, মখলেছুর রহমান শিলন, এজাজ ইমতিয়াজ বিপুল, তাফসির আহমেদ লাল, মিনহাজ উদ্দিন বিশ্বাস, আসাদুল হক মিকা, তরিকুল ইসলাম, নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
দামুড়হুদা:
দামুড়হুদায় স্থানীয় সরকার দিবস পালনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করেছে উপজেলা প্রশাসন। গতকাল বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, হাউলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন ও দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।
প্রধান অতিথির আলী মুনছুর বাবু বলেন, ‘দেশে প্রথম বারের মত এই দিবসটি পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার তার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য স্থানীয় সরকার গঠন করে থাকেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানেও স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রেখে চলেছে। তাই আমাদের আরও বেশি বেশি স্থানীয় সরকার সম্পর্কে জানতে হবে। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করেছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ।
জীবননগর:
জীবননগরে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা—২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশের প্রতিটি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন গুলোর ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এক সময় শুধু ইউনিয়ন পরিষদই নয়, পৌরসভাগুলোরও বেহাল দশা ছিল। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাগুলোর নতুন নতুন ভবন তৈরি করেছেন। সাধারণ জনগণ যাতে সুন্দরভাবে সেবা পায় সেজন্য তিনি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সমস্ত কিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।’
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মীর্জ হাকিবুর রহমান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, রায়পুর ইউপি চেয়ারমান তাহাজ্জত হোসেন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাসার শিপলুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন, উপজেলা পরিষদের সচিব, কাউন্সিলর ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর, পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উন্নয়নমূলক স্টল স্থান পেয়েছে।
মেহেরপুর:
মেহেরপুরে ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে— উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় স্থানীয় সরকার দিবস—২০২৩ পালিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয় সামনে এসে শেষ হয়। পরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক মো. শামিম হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।