চুয়াডাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিসি কিসিঞ্জার চাকমা
যেকোনো অর্জন ধরে রাখতে নিয়মিত কঠোর অনুশীলন করতে হবে

- আপডেট সময় : ০৯:১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ৫০তম বাংলাদেশ জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা, কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল আলম, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন।
জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হওয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘আজকের এই পুরস্কার প্রাপ্তিটা আসলে বড় কথা নয়, পুরস্কার প্রাপ্তির মাধ্যমে যে অর্জনটা তোমরা করেছো, সেটা ধরে রাখতে হবে। যেকোনো অর্জনই ধরে রাখা বড় চ্যালেঞ্জ। এটি ধরে রাখতে হলে নিয়মিত কঠোর অনুশীলন করতে হবে। অনুশীলনের জন্য যাতে পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা দেওয়া যায়, সে ব্যাপারে সরকারের পাশাপাশি বিদ্যালয় পরিচালনা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘খেলাধুলা যুব সমাজকে সবসময় ভালো অর্জনের দিকে ধাবিত করে। আজকে আমাদের সারিতে আমরা যারা বসে আছি, নিশ্চয়ই তোমাদের মধ্যেও সেই স্বপ্ন আছে যে একদিন অতিথির সারিতে বসে ভালো ভালো উপদেশমূলক কথা বলার। তবে সেটি করতে হলে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। সেটি লেখাপড়া কিংবা খেলাধুলা দুটোই হতে পারে। আজকে তোমরা এখানে যারা খেলায় অংশগ্রহণ করে পুরস্কারের জন্য অপেক্ষা করছো, নিশ্চয়ই এই খেলা চলাকালীন সময়ে তোমরা ভালো কিছু অভ্যাস আয়ত্ত করেছো। কারণ এই বয়সটা মাদকের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তবে আমি বিশ্বাস করি তোমরা ঝুঁকিপূর্ণ জীবনযাপন পরিহার করে সঠিক, সরল ও আদর্শবান পথে ধাবিত হবে।’
তিন দিনব্যাপী জেলা পর্যায়ের খেলাধুলায় সমাপনী দিনে বালক বিভাগে ফুটবলে চুয়াডাঙ্গা জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জীবননগর উপজেলার বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া বালিকা কাবাডিতে রাহেলা খাতুন গার্লস একাডেমি, বালিকা হ্যান্ডবলে দামুড়হুদা পাইলট সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বালক হ্যান্ডবলের সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সকল স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং সহকারী শিক্ষকেরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন।