জীবননগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

- আপডেট সময় : ০৮:৩৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৯ বার পড়া হয়েছে
জীবননগর অফিস:
জীবননগর ফেসবুক গ্রুপ ও প্লাজমা বিশ^বিদ্যালয় ভর্তি কোর্চিংয়ের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক ও জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের আরএমও মোস্তাফিজুর রহমান সুজন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন, জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, জীবননগর থানা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু ও জীবননগর বাজারের ব্যবসায়ী জসিম উদ্দীন।
অনুষ্ঠানে প্লাজমা বিশ^বিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৪৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কোচিংয়ের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও রঈসুল।