সংবাদ শিরোনাম ::
গাংনীর ভবানীপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১০ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে সাপের কামড়ে সালমা খাতুন (২৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। সালমা খাতুন ভবানীপুর গ্রামের রাসেল হোসেনের স্ত্রী।
জানা গেছে, গতকাল শনিবার দুপুরের দিকে বাড়ির আঙ্গিনায় সবজি রাখার জন্য মাচা তৈরি করার সময় সালমার পায়ে সাপে কামড় দেয়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রামনগর গ্রামের এক ওঝাঁর কাছে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা নিতে যান। দীর্ঘসময় ধরে ওঝাঁ ঝাড়ফুঁক দিলে সালমা ক্রমেই বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কথিত ওঝাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।