দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যুর মামলা

- আপডেট সময় : ০৮:১৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের বামানগর কারিকরপাড়া থেকে রেবেকা (৩৫) নামের দুই সন্তানের জননী এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা দুইটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, দুপুরে বাড়িতে কেউ ছিল না। স্বামী ইনামুল হক রাজ মিস্ত্রি কাজে গিয়েছিলেন। এসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রেবেকা। দুপুরে ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের বাড়ির লোকজন অনেক ডাকাডাকি করেন। পরে দেখে ঘরের দরজা ভেতর থেকে আটকানো। এসময় স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে উসমানপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ খায়রুল ইসলাম এসে লাশের সুরতহাল রিপোর্ট করেন। পরিবারের সদস্যরা কেউ বাদী হয়নি। তবে সরকারের আইন মোতাবেক লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।