ভারতকে হারিয়ে শেষটা রাঙাল বাংলাদেশ
অভিষেকেই তানজিম সাকিবের ২ উইকেট

- আপডেট সময় : ১২:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৭ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদন:
এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২৬৫ রান করেন। জবাবে এক বল বাকি থাকতেই ২৫৯ রানে অলআউট হয় ভারত। ৬ রানের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে এশিয়া কাপের মিশন শেষ করলেন সাকিব আল হাসানরা। দুর্ভাগ্য নাসুম আহমেদের। ৪৮তম ওভারে প্রাসিদ কৃঞ্চার অফ স্ট্যাম্পের স্লোয়ার বলটিকে কাভারে খেলেছিলেন বাঁ-হাতি নাসুম। বলটি তার ব্যাটের কানায় লেগে আঘাত হানে উইকেটে। থেমে যায় ৪৫ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরির ইনিংস আর খেলা হয়নি তার। তবে নাসুম ঝড়ো ব্যাটিংয়ে দলের ওপরের সারির ব্যাটারদের আঙুল দিয়ে দেখিয়েছেন, খেত্তারামার প্রেমাদাসা স্টেডিয়ামের ব্যাটিং উইকেটে চাইলেই দায়িত্বশীল ব্যাটিং করা সম্ভব। টেল এন্ডারে শেখ মেহেদি, তানজিম সাকিবও ছিলেন সাবলীল। ওপরের সারির চরম ব্যর্থতায় মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করেন অধিনায়ক সাকিব আল হাসান ও তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। দুজনের শতরানের জুটি এবং লেট অর্ডারের দৃঢ়তায় গতকাল ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিকতার ম্যাচে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। এশিয়া কাপের ৫ ম্যাচে দ্বিতীয়বারের মতো আড়াইশ ঊর্ধ্ব স্কোর গড়েছে বাংলাদেশ। আসরের সবচেয়ে বেশি ৭ বারের চ্যাম্পিয়ন ভারতকে ছুড়ে দিয়েছে ওভারপ্রতি ৫.৩১ স্ট্রাইক রেটে ২৬৬ রানের টার্গেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিষিক্ত তানজিম সাকিবের বিধ্বংসী বোলিংয়ে ৮ ওভারে ২ উইকেটে ৩২ রান করে ভারত। তানিজম সাকিব ২ উইকেট নেন। দুই দলেরই আনুষ্ঠানিকতার ম্যাচ। তারপরও জিততে মরিয়া সাকিব বাহিনী গতকাল চার পরিবর্তন নিয়ে খেলতে নামে। অভিষেক হয় পেসার তানজিম হাসান সাকিবের। তিন ম্যাচ পর ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৯ মাস পর ফেরেন এনামুল হক বিজয় এবং মুস্তাফিজুর রহমান। একাদশে তিন স্পেশালিস্ট স্পিনার ছাড়াও ছিলেন মাত্র দুজন পেসার মুস্তাফিজ ও তানজিম সাকিব। ভারত বিশ্রাম দেয় বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরাহকে। টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তৃতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন ছন্দ হারানো লিটন। পরের ওভারে পুল খেলে বোল্ড হন তানজিদ। অভিষেক ম্যাচে শূন্য করার পর গতকাল ১২ বলে ১৩ রান করেন ৩ চারে। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে খেলার পর নয় মাস দলের বাইরে ছিলেন এনামুল বিজয়। গতকাল সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। আউট হন ব্যক্তিগত ৪ রানে। মেকশিফট ওপেনার হিসেবে সেঞ্চুরি হাঁকানো মেহেদী মিরাজ খেলেন ৫ নম্বরে। দলীয় ৫৯ রানে মিরাজ আউট হলে বিপর্য়য়ে পড়ে টাইগাররা। পঞ্চম উইকেট জুটিতে তৌহিদের সঙ্গে ১০১ রান যোগ করেন। দুজনে ১৯.১ ওভারে যোগ করেন ১০১ রান। সাকিব খেলেন ৮৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৮০ রানের অধিনায়কোচিত ইনিংস। এটা ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরি। আসরের দ্বিতীয় হাফসেঞ্চুরি। এর আগে পাকিস্তান ম্যাচে দলের বিপর্যয়ে মুশফিককে নিয়ে ১০০ রানের জুটি গড়েছিলেন। অধিনায়কের দেখানো পথে হাঁটেন তৌহিদ।
খেলেন ৫৪ রানের ইনিংস। ১৪ ওয়ানডে ক্যারিয়ারে এটা তার পঞ্চম হাফসেঞ্চুরি। শ্রীলঙ্কা ম্যচে খেলেছিলেন ৮২ রানের ইনিংস। সাকিব ও তৌহিদের পর লেট অর্ডারে নাসুম, শেখ মেহেদি ও তানজিম সাকিবের আগ্রাসী ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ৭৭ রান যোগ করে টাইগাররা।