চুয়াডাঙ্গা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিদাসপুর স্টুডিও’র মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গণধোলাই নাগদাহ ও খাসকররা ইউনিয়ন আ.লীগের কর্মী সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার ৫২তম জন্মবার্ষিকী পালন বারাদী ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণকালে দিলীপ কুমার আগরওয়ালা হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে রোগীর স্বজনের অভিযোগ আলমডাঙ্গায় পুত্রবধূর বটির কোপে শাশুড়ি জখম বাংলাদেশিদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ মার্কিন ভিসানীতি নিয়ে পুলিশ-আমলা-বিচারাঙ্গন সবার মধ্যে আতঙ্ক আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জীবননগরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সেনেরহুদাকে হারিয়ে চ্যাম্পিয়ন কালা ফুটবল একাদশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ বার পড়া হয়েছে
সময়ের সমীকরণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবননগর অফিস:
জীবননগরে দৈনিক সকালের সময় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজক ও প্রধান অতিথি ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম। খেলায় কালা ফুটবল একাদশ ৪-০ গোলে সেনেরহুদা ফুটবল একাদশকে পরাজিত করে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক ডিজি হামিদুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) শিকদার মতিউর রহমান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, শিক্ষক মোমিন উদ্দিন, আলোকিত ফুটবল একাডেমির পরিচালক কাজী মামুনুজ্জামান আদুন, সাংবাদিক এমআই মুকুল প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্ট সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক ডিজি হামিদুর রহমান বলেন, খেলার সাথে স্বাস্থ্য আর স্বাস্থ্যের সাথে মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করা জরুরি। লেখাপড়ার পাশাপাশি যদি ছেলে-মেয়েরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মধ্যে থাকে, তাহলে তাদের মনে কোনো খারাপ চিন্তা আসবে না। কোনো নেশার জগতে চলে যাবে না। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল বলেন, দৈনিক সকালের সময় ফুটবল টুর্নামেন্ট প্রমাণ করে যে এখানকার মানুষ কতটা ফুটবলপ্রেমী। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজক ও দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম বলেন, ‘খেলাধুলা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। যুব সমাজকে মাদক মুক্ত রাখার ক্ষেত্রে খেলাধুলা আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি সর্বদা চেষ্টা করছি আমার নিজ এলাকার চুয়াডাঙ্গা-২ অর্থাৎ দামুড়হুদা, দর্শনা ও জীবননগরের সকল স্তরের মানুষের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া। সামাজিক, অর্থনৈতিক ও খেলাধুলার দিক থেকে আমি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আছি।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা প্রসারে আন্তরিকভাবে চেষ্টা করছেন যার প্রমাণস্বরূপ বাংলাদেশ ফুটবল ক্রিকেটেসহ বিভিন্ন খেলায় আজ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার মান উন্নয়নে প্রতিটি জেলায় নতুন নতুন স্টেডিয়াম নির্মাণ, খেলার মান আধুনিকায়ন করা, বিকেএসপিকে আধুনিকায়ন করা, প্রতিটি জেলা উপজেলায় ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করা সেই সাথে দেশের সর্বস্তরে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন মধ্যদিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছেন।’

নূর হাকিম আর বলেন, প্রযুক্তি নির্ভর যুব সমাজ হওয়াই অনেক যুবক খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এরই ধারাবাহিকতায় আমি চেষ্টা করেছি চুয়াডাঙ্গা-২ আসনের সকল স্তরের যুবকদেরকে সাথে নিয়ে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা। যার ফলশ্রুতিতে মাদক থেকে মুখ ফিরিয়ে যুবকদের এখন খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জীবননগরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সেনেরহুদাকে হারিয়ে চ্যাম্পিয়ন কালা ফুটবল একাদশ

আপডেট সময় : ১২:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

জীবননগর অফিস:
জীবননগরে দৈনিক সকালের সময় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজক ও প্রধান অতিথি ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম। খেলায় কালা ফুটবল একাদশ ৪-০ গোলে সেনেরহুদা ফুটবল একাদশকে পরাজিত করে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক ডিজি হামিদুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) শিকদার মতিউর রহমান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, শিক্ষক মোমিন উদ্দিন, আলোকিত ফুটবল একাডেমির পরিচালক কাজী মামুনুজ্জামান আদুন, সাংবাদিক এমআই মুকুল প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্ট সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক ডিজি হামিদুর রহমান বলেন, খেলার সাথে স্বাস্থ্য আর স্বাস্থ্যের সাথে মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করা জরুরি। লেখাপড়ার পাশাপাশি যদি ছেলে-মেয়েরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মধ্যে থাকে, তাহলে তাদের মনে কোনো খারাপ চিন্তা আসবে না। কোনো নেশার জগতে চলে যাবে না। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল বলেন, দৈনিক সকালের সময় ফুটবল টুর্নামেন্ট প্রমাণ করে যে এখানকার মানুষ কতটা ফুটবলপ্রেমী। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজক ও দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম বলেন, ‘খেলাধুলা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। যুব সমাজকে মাদক মুক্ত রাখার ক্ষেত্রে খেলাধুলা আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি সর্বদা চেষ্টা করছি আমার নিজ এলাকার চুয়াডাঙ্গা-২ অর্থাৎ দামুড়হুদা, দর্শনা ও জীবননগরের সকল স্তরের মানুষের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া। সামাজিক, অর্থনৈতিক ও খেলাধুলার দিক থেকে আমি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আছি।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা প্রসারে আন্তরিকভাবে চেষ্টা করছেন যার প্রমাণস্বরূপ বাংলাদেশ ফুটবল ক্রিকেটেসহ বিভিন্ন খেলায় আজ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার মান উন্নয়নে প্রতিটি জেলায় নতুন নতুন স্টেডিয়াম নির্মাণ, খেলার মান আধুনিকায়ন করা, বিকেএসপিকে আধুনিকায়ন করা, প্রতিটি জেলা উপজেলায় ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করা সেই সাথে দেশের সর্বস্তরে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন মধ্যদিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছেন।’

নূর হাকিম আর বলেন, প্রযুক্তি নির্ভর যুব সমাজ হওয়াই অনেক যুবক খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এরই ধারাবাহিকতায় আমি চেষ্টা করেছি চুয়াডাঙ্গা-২ আসনের সকল স্তরের যুবকদেরকে সাথে নিয়ে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা। যার ফলশ্রুতিতে মাদক থেকে মুখ ফিরিয়ে যুবকদের এখন খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে।