জীবননগরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ালেন এমপি টগর

- আপডেট সময় : ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১০ বার পড়া হয়েছে
জীবননগর অফিস:
জীবননগরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. সাহাবুদ্দিনের বাড়িতে যেয়ে চিকিৎসার সাবিক খোঁজখবর নিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর। গত বৃহস্পতিবার রাতে জীবননগর পৌরসভার হাইস্কুল পাড়ায় অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এমপি টগর।
এসময় তিনি বলেন, ‘নিজের জীবন বাজি রেখে যারা দেশের জন্য কাজ করেছেন, সেই সমস্ত সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমি আমার দায়িত্ববোধ থেকেই অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে দাঁড়িয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নের জন্য যে কাজ করেছেন, এমন কাজ দেশের আর কোনো প্রধানমন্ত্রী এ যাবৎ করেনি। আশা করি আর কোনো দিন কেউ করবেও না। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে অসুস্থ মুক্তিযোদ্ধাসহ প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাধারণ মানুষের পাশে যেভাবে আছি, আগামীতেও থাকব।’ এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।