‘যশোর রোড’ নির্মাণের ঘোষণা এফ এম শাহীনের

- আপডেট সময় : ১১:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদন:
শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক নির্মাণের পর এবার বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত ঐতিহাসিক কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ অবলম্বনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যশোর রোড’ নির্মাণের ঘোষণা দিলেন তরুণ নির্মাতা, লেখক ও সংগঠক এফ এম শাহীন। পরিচালক এফ এম শাহীন জানান, ‘১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির হাজার বছরের সবচাইতে উজ্জ্বল ঘটনা ও ত্রিশ লাখ শহীদ এর রক্ত ৪ লাখ মা-বোনের নির্যাতনের এক বেদনার ইতিহাস। স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। পাকবাহিনীর রাইফেল, কামান, মেশিনগানের শব্দে কেঁপে ওঠে প্রতিটি জেলা শহর। এই পরিস্থিতিতে পূর্ববঙ্গের মানুষের দেশত্যাগের হিড়িক পড়ে। এমন পরিস্থিতিতে যশোর রোড দিয়ে লাখ লাখ মানুষ পাড়ি জমায় কলকাতায়। রাস্তায় জন্ম-মৃত্যু আর মৃত্যুভয় ও পদে পদে বাধা অতিক্রম করে আশ্রয় নেয় শরণার্থী ক্যাম্পে। আর ‘যশোর রোড’ মহান মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক সড়ক। ১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের জন্য এই সড়কটিই হয়ে উঠেছিল বেঁচে থাকার স্বপ্ন পূরণের পথ। নিরাপদ আশ্রয়ের খোঁজে এই সড়ক দিয়ে তারা ভারতের পথে পাড়ি দেন। তাদের অনেকেই পথ চলার ক্লান্তি সহ্য করতে না পেরে মারা যান। এমন বিষয় নিয়ে নির্মিত হবে ‘যশোর রোড’।