আলমডাঙ্গায় প্রেমেরে প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোর গ্যাঙের কাণ্ড
বখাটে যুবকের হাসুয়ার আঘাতে স্কুলছাত্রী আহত

- আপডেট সময় : ১২:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৪৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামে ফিল্মি স্টাইলে চলন্ত মোটরসাইকেল থেকে বখাটে যুবকের হাসুয়ার আঘাতে স্কুলছাত্রী আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কাটাভাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মহেশপুর গ্রামের মিলন মোল্লার মেয়ে রিয়া খাতুন এবং শ্রী উজ্জ্বলের মেয়ে কুমারী তনুশ্রী স্কুলে যাচ্ছিল।
এসময় পোলতাডাঙ্গা গ্রামের মনিরুলের ছেলে শুভ (১৬), ইসরাইলের ছেলে সবুজ (১৭) এবং উজ্জ্বলের ছেলে রাকিব (১৬) চলন্ত মোটরসাইকেলের ওপর থেকে রিয়াকে হাসুয়া দিয়ে আঘাত করলে রিয়া ছাতা দিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করে। এসময় ছাতা কেটে মাথায় আঘাত পায় সে। পরে রিয়া এবং তার সহপাঠী তনুশ্রী দ্রুত স্কুলে গিয়ে প্রধান শিক্ষক মাসুদুল মান্নানকে বিষয়টি অবহিত করলে প্রধান শিক্ষক বিষয়টি স্কুল কমিটির সভাপতি অ্যাড. মোখলেছুর রহমানকে অবহিত করেন। এবং দুজন শিক্ষককে প্রধান শিক্ষক ঘটনাস্থলে পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শুভ এলাকায় কিশোর গ্যাং তৈরি করে বেশ কিছুদিন থেকে রিয়াকে উত্ত্যক্ত করছিল। গতকাল রিয়া ও তার বান্ধবী কুমারি তনুশ্রী স্কুলে যাওয়ার পথে বখাটে শুভসহ তিনজন তার পথ আগলে কুপ্রস্তাব দিলে রিয়া রাজি না হওয়ায় কিশোর গ্যাঙের প্রধান শুভ তার হাতে থাকা হাসুয়া দিয়ে আঘাত করলে রিয়া ছাতা দিয়ে ঠেকানোর চেষ্টা করে। তখন হাসুয়ার কোপটি রিয়ার ছাতা কেটে হাতে আঘাত পায়। এ বিষয়ে অ্যাড. মখলেসুর রহমান বলেন, ‘আমরা উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। আর যদি মেয়ে পক্ষ মামলা করে তখন আমাদের কিছু করার থাকবে না।’
প্রধান শিক্ষক মাসুদুল মান্নানও সভাপতির সাথে একমত পোষণ করেন। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা আইনের লোকদের কাছে যাবেন বলে জানান। অন্যদিকে মেয়ের বাবা মিলন মোল্লা ও শ্রী উজ্জল তাদের কন্যা সন্তানের জীবনের নিরাপত্তা ও কিশোর গ্যাংদের হাত থেকে রক্ষা করতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের অফিসে সশরীরে হাজির হয়ে বিষয়টি অবহিত করেন এবং একটি অভিযোগ দেন।
পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাং যেন আর কখনও স্কুলে যাওয়ার পথে মেয়েদের উত্ত্যক্ত করতে না পারে, তার ব্যবস্থা করবেন। এলাকাবাসী প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে শুভসহ তার তিন বন্ধু গতকাল রিয়ার ওপর হামলা করেছে। তারা এ ঘটনার বিচার দাবি করেন বলেন, এই ঘটনার বিচার না হলে স্কুলে মেয়েরা নিরাপদে যাতায়াত করতে পারবে না।