স্বর্ণের কয়েন পেলেন ৩০০ জন

- আপডেট সময় : ০৪:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদন:
প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরেই ৬০০ কোটি রুপির ব্লকবাস্টার সিনেমা উপহার দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। গত ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পায় ‘জেলার’। মুক্তির পর ইতোমধ্যেই ৬৫০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ‘জেলার’-এর দূর্দান্ত সাফল্যে সিনেমার ক্রু সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন প্রযোজক কালানিথি মারান। বক্স অফিস বিশ্লেষক মনোবালা বিজয়বালন এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১০ সেপ্টেম্বর) ‘জেলার’ সিনেমার ৩ শতাধিক ক্রু সদস্যকে স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন সিনেমাটির প্রযোজক কালানিথি মারান। এই ছবির সঙ্গে যুক্ত থাকার কারণে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর আগে সিনেমার সাফল্যে রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি ও ১০০ কোটি রুপির একটি চেক উপহার দিয়েছেন কালানিথি। গত ৩১ আগস্ট সান পিকচার্সের সিইও কালানিথি মারান রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। এরপর বিএমডাব্লিউ এক্স৭ মডেলের বিলাসবহুল গাড়ি রজনীকান্তকে উপহার দেন তিনি।