সাঁজোয়া ট্রেনে চড়ে পুতিনের কাছে ছুটলেন কিম!

- আপডেট সময় : ০৪:০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
বিশ্ব প্রতিবেদন:
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য ভ্লাদিভস্টকের উদ্দেশে যাত্রা শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে। এমনটি বলছে বিবিসি।বিদেশে সফরের ক্ষেত্রে কিম যে সাঁজোয়া ট্রেনটি ব্যবহার করেন, সেটিকে পিয়ংইয়ং ছেড়ে যেতে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার একটি গণমাধ্যম সরকারি এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে। পুতিন ও কিমের মধ্যকার বৈঠক মঙ্গলবার স্থানীয় সময়ে যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে এর আগে জানিয়েছিল, সামনের দিনগুলোতে কিম রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে।যদি পুতিনের সঙ্গে কিম সাক্ষাৎ করতে যান, তবে এটি হবে চার বছরেরও বেশি সময়ের মধ্যে এবং মহামারি শুরুর পর উত্তর কোরিয়ার কোনো নেতার প্রথম বিদেশ সফর। বিবিসি জানিয়েছিল, সিবিএসকে মার্কিন এক কর্মকর্তা বলেছিলেন, ইউক্রেন যুদ্ধে মস্কোকে সমর্থনে উত্তর কোরিয়ার অস্ত্র দেওয়ার সম্ভাব্যতা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে।