চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দুজন গ্রেপ্তার

- আপডেট সময় : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যাবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে গড়াইটুপি ইউনিয়নের সাড়াবাড়ীয়া গ্রামে একটি ইট ভাটার পাশে অভিযান চালিয়ে তিতুদহ ক্যাম্প পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মনির হোসেন (৩২) ও একই গ্রামের মৃত কদম আলীর ছেলে রফিকুল ইসলাম (৪১)।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই ফকির ফেরদৌস সাড়াবাড়ীয়া গ্রামের ইট ভাটার পাশে অভিযান চালায়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্য মনির হোসেন ও রফিকুল ইসলামকে ডাকাতির সরঞ্জামসহ হাতেনাতে আটক করে। উদ্ধার হয় ডাকাতি কাজে ব্যবহৃত একটি গাছ কাটা লোহার করাত, হাসুয়া, বাঁশের লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম।
ওসি বিপ্লব কুমার সাহা জানান, ইতিপূর্বে গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে একটি ডাকাতি, একটি মারামারি এবং একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।