চুয়াডাঙ্গার ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বঙ্গবন্ধুর ‘অসাপ্ত আত্মজীবনী’ বিতরণের উদ্বোধন
শিক্ষার্থীদের মানসিক বিকাশে দিলীপ কুমারের উদ্যোগ সত্যিই প্রশংসার- জেলা শিক্ষা অফিসার

- আপডেট সময় : ১০:৩৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও দিলীপ কুমার আগরওয়ালার সৌজন্যে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার ২০০টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গার কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার খুবই আন্তরিক। সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমার অতি পরিচিত ও চুয়াডাঙ্গার কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালা জেলার ২০০টি স্কুলে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান আরও বলেন, দিলীপ কুমার আগরওয়ালার মতো সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে শিক্ষার্থীদের আরও মানসিক বিকাশ ঘটবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে আওয়ামী লীগ সরকার। তারই অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও স্থানীয় ক্লাবগুলোর মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি। আমি প্রথম ধাপে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার ২০০টি স্কুল, কলেজ, মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করবো। আজ জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করলেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি।
সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক খাইরুল ইসলাম। বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বঙ্গবন্ধুর লেখা বই অসমাপ্ত আত্মজীবনী বিতরণ অনুষ্ঠানে পদ্মাবিলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, আলমগীর কবির শিপলু উপস্থিত ছিলেন।
উদ্বোধনের প্রথম দিনে চুয়াডাঙ্গা সদরের ১০টি বিদ্যালয় ও মাদ্রাসায় এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়, সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠ, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসা, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ক্রীড়া সামগ্রী হিসেবে ক্রিকেট সেট, ভলিবল সেট, ব্যাডমিন্টন সেট, দাবা সেট, ক্যারাম, ফুটবল, হ্যান্ডবল ও ভলিবল বিতরণ করা হয়। এসময় দলীয় নেতা-কর্মীরা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।