আলমডাঙ্গায় তালের চারা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

- আপডেট সময় : ০৪:১৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার প্রাগপুরে তালের চারা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। গতকাল শুক্রবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে ড্রিম অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে তালের চারা ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু। উপস্থিত ছিলেন প্রাগপুর ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ খায়রুল ইসলাম, ক্যাম্পের এসআই কাশেম আলী, মো. আজিজুল হক মেম্বার, সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান, সাবেক মেম্বার জিল্লুর রহমান, মো. তানসেন হক, মোহাম্মদ আমিরুল, মোহাম্মদ কাওসার আলী ঝড়ু, মো. আনোয়ার হোসেন প্রমুখ। ড্রিম অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৫ হাজার তালের চারা রোপণ করা হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তালের চারা রোপণের ফলে এলাকায় বজ্রপাত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করছি। এরকম উদ্যোগ প্রত্যেক গ্রামে নেওয়া উচিত।