চুয়াডাঙ্গায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণকালে দিলীপ কুমার আগরওয়ালা
স্মার্ট চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা গড়তে নৌকার বিকল্প নেই

- আপডেট সময় : ০৩:১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের গ্রামে গ্রামে ও সরোজগঞ্জ বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় রাখতে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন। এসময় তিনি সরকারের বিগত সময়ের বিভিন্ন উন্নয়নের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী এলাকার ইউনিয়নে ইউনিয়নে গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন দিলীপ কুমার আগরওয়ালা। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দিনভর চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর, সিন্দুরিয়া, ভুলটিয়া, বদরগঞ্জ বাজারসহ ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ ও উন্নয়নের লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়াও সরোজগঞ্জ বাজারে গণসংযোগ ও উন্নয়নের লিফলেট বিতরণ শেষে শত শত মানুষের উপস্থিতিতে তাৎক্ষণিক পথসভা করেন দিলীপ কুমার আগরওয়ালা। সরোজগঞ্জ বাজারে অবস্থিত কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনে ও বাজারের তিন রাস্তার মোড়ে এ দুটি পথসভায় তিনি সরকারের বিগত সময়ের উন্নয়ন তুলে ধরে বক্তব্য দেন।
বক্তব্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনাদের মাঝে পৌঁছে দেয়ার জন্য আমি এসেছি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দরসহ অসংখ্য বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। তার সচিত্র প্রতিবেদনের লিফলেট আজ আপনাদের মাঝে আমরা দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ আশ্রয় প্রকল্পে ঘরের ব্যবস্থা, মুক্তিযোদ্ধা ভাতাসহ তাদের থাকার জন্য বীর নিবাস প্রকল্পের আবাসন ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করেছেন। এছাড়াও প্রতিবছর পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নসহ অসংখ্য কালভার্ট, ব্রিজ, রেললাইন স্থাপন ও নতুন নতুন রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নতসহ দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকায় ভোট দেবেন।’
দিলীপ কুমার আগরওয়ালা আরও বলেন, ‘আমি চুয়াডাঙ্গার সন্তান। তাই এ জেলার উন্নয়নে আমার নানা কার্যক্রম গত ১০ বছর যাবত চলমান। আমি যদি নৌকা প্রতীকের প্রার্থী হতে পারি, তবে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাকে স্মার্ট হিসেবে গড়ে তুলব। তাই উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকায় ভোট দিতে হবে। তাই আমি জননেত্রী শেখ হাসিনার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করছি।’
গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু তাহের বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন দুদু, আশা মেম্বার, আফিল মেম্বার, মহসিন মেম্বার, ইলা মেম্বার, জনি মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।