কার্পাসডাঙ্গায় রোগাক্রান্ত গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি!

- আপডেট সময় : ১১:০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের কয়েকজন চিহ্নিত কসাইয়ের সহায়তায় অসুস্থ ও গর্ভবতী গরু রাতের আধারে জবাই করে গোপনে বস্তাবন্দী করে সকালে বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোগাক্রান্ত ও গর্ভবতী গরুর মাংস ছাড়াও বাসি ও ফ্রিজে রাখা মাংস দেদারসে বিক্রি হচ্ছে বাজারে। তবে দেখার কেউ নেই। এছাড়া দামুড়হুদা উপজেলা ও মেহেরপুর জেলা থেকেও এসব গরু জবাই করে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে।
কার্পাসডাঙ্গা বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, ‘একসময় কার্পাসডাঙ্গার কসাই বাজারের সুনাম ছিল। দূর-দূরান্ত থেকে মাংস নিতে আসতো এই বাজারে। বর্তমানে কসাইরা ভেজাল গর্ভবতী পচা, বাসি মাংস ফ্রিজে রেখে বিক্রি করার কারণে সেসব এলাকার লোকজন আর মাংস নিতে আসে না। আমরাও এসব কসাইদের নিকট থেকে মাংস কেনা বাদ দিয়ে দিয়েছি। এখানে একজন অফিসার নিযুক্ত থাকলেও তিনি কোনো খোঁজ রাখেন না। ১৫ দিনে একদিনও বাজারে আসে কিনা সন্দেহ আছে।’
সরেজমিনে গতকাল বুধবার কার্পাসডাঙ্গা কসাই বাজারে গর্ভবতী গরু জবাই করে পেটে থাকা বাছুরটি গরু জবাই করা স্থানের ড্রেনের আবর্জনার মধ্যে পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে বাজারে কসাইদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বাজারে কোনো পশু জবাই করতে হলে ইউনিয়ন পরিষদের অনুমতি নিতে হবে আইনে স্পষ্ট থাকলেও তা অগ্রাহ্য করে নিজেদের মতো করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা।