চুয়াডাঙ্গায় সারা বাংলা-৮৮’র সংবর্ধনা অনুষ্ঠান

- আপডেট সময় : ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদন:
শিক্ষা ও সেবামূলক কাজে দেশ-বিদেশে চুয়াডাঙ্গা জেলা শ্রেষ্ঠ জেলার মর্যাদা পাওয়ায় বন্ধু আনন্দ-সংযোগ এবং এসএসসি উত্তীর্ণ বন্ধু সন্তান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের মিলনায়তনে সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা কো-অর্ডিনেটর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে ও শিক্ষক মহসিন আলীর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন হামিদুল ইসলাম সেণ্টু।
অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় এডমিন প্যানেলের মডারেটর প্রভাষক লাবন্য মারু, চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে শামস গোলাম হোসেন আবীর, ডা. ওয়ালিউর রহমান নয়ন, হাবিবুল করিম চঞ্চল, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, হাসানুজ্জামান পলাশ, শিক্ষক কামরুল হাসান হিরো, শফিকুল ইসলাম জিন্নাহ, আজিম উদ্দিন, শিক্ষক মোজাম্মেল হক, শাহজাহান ঝণ্টু, রাশেদুল ইসলাম, শাহ মোহাম্মদ তারিকুজ্জামান, প্রভাষক ইসমাঈল হোসেন, শারমিন দিলারা লুনা, শাহীন পারভেজ, সব্যসাচী সাহা রাজু, আখতার হোসেন, ইউসুফ আলী ইছা ও আব্দুল মজিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৮৮ ব্যাচের জ্যেষ্ঠ সাংবাদিক রিফাত রহমান, জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, মহিদুল ইসলাম সুমন, লিপু, চঞ্চল, সজল, বিপ্লব, উজিরপুর গ্রামের একরামুল হক, সাজ্জাদ হোসেন, বনানী, রকিব, মোমিন, ইমরান হোসেন দুদু, হাকিমুল বাশার, আমীর খসরু, কামাল, ফারুক, মুজিবুর রহমান, শংকর কুমার দেসহ অন্যান্যরা।
কৃতী শিক্ষার্থীদের জন্য সম্মাননা ক্রেস্টসহ উপহার হিসেবে প্রদান করা হয় সায়েন্টিফিক ক্যালকুলেটর, জায়নামাজ, বই, খাতা ও কলম। ১৯৮৮ ব্যাচের একজন ১৯৮৮ সালে অকৃতকার্য হলেও এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে এসএসসি উত্তীর্ণ হয়েছে। তাকেও বন্ধুদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় এবং সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও এক বন্ধুর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় তাকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার শামীমুর রহমান রোমেল, ডা. আসমা উল হোসনা লাকি, ডা. ওয়ালিউর রহমান নয়ন, জাহাঙ্গীর হোসেন লিটন, শামস গোলাম হোসেন আবীর, মহসিন আলী, শফিকুল ইসলাম জিন্নাহ ও ডা. সায়ীদ মেহবুব উল কাদির। উল্লেখ্য, এসএসসি ৮৮ ব্যাচের শিক্ষার্থীদের প্রতিষ্ঠান সারা বাংলা ৮৮ প্যানেল ৬৪টি জেলাসহ ৬২টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।