গড়াইটুপিতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক

- আপডেট সময় : ১২:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকাকে হাতেনাতে আটক করেছে গ্রামবাসী। গতকাল রোববার রাত ৯টার দিকে ইউনিয়নের গোবরগাড়া ষাটনলপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তিতুদহ গ্রামের সৌদি প্রবাসী মোখলেসের (৩০) সাথে গোবরগাড়া গ্রামের আশরাফুলের স্ত্রী সূর্য খাতুনের (২৮) চার মাস যাবত মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্রে স্বামীর অনুপস্থিতিতে মোখলেসকে বাড়িতে ডাকে সূর্য খাতুন। রাতের আঁধারে অপরিচিত মানুষের হঠাৎ উপস্থিতির বিষয়টি কয়েকজনের নজরে পড়লে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ পায়। এসময় স্থানীয়রা চিৎকার করলে ঘর থেকে পালিয়ে যেতে চেষ্টা করে মোখলেস। পরে মোখলেসকে তাড়িয়ে ধরে গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয়রা।
এ বিষয়ে সূর্য খাতুন বলেন, কয়েকমাস যাবত মোখলেসের সাথে ফোনে আলাপ হয়ছে এমনকি একবার রাত্রে বাড়ির পাশে দেখাও করেছে। এ বিষয়ে মোখলেস বলেন, ‘তার সাথে আমার গত তিন মাস মোবাইল ফোনে কথা-বার্তা হয়। এরই সূত্রে সে আমাকে রাতে তার বাড়ি ডাকে এবং স্থানীয় জনতা ধরে ফেলে।’
এ বিষয়ে স্থানীয়রা বলেন, কয়েকমাস যাবত তাদের এই অবৈধ সম্পর্ক চলে আসছে। যা স্থানীয় অনেকের জানা। এরই সন্দেহে আটকা টিনের ঘর থেকে দুজনকে একত্রে আপত্তিকর অবস্থায় দেখে সকলে মিলে আটক করেছে। রাত সাড়ে ১০টার সময় গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার ফারুক হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সালিশের আয়োজন করে সূর্য খাতুনের স্বামী আশরাফুল। সালিশে মোখলেসের পরিবার সূর্য খাতুনের ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা দিতে চাইলে মেনে নিতে নারাজ সূর্য খাতুনের স্বামী আশরাফুল। সংবাদ নিউজ লেখা পর্যন্ত সালিশ চলমান ছিল।