গীতিকার রাজীব আশরাফের ইন্তেকাল

- আপডেট সময় : ০৪:৫৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদন:
জনপ্রিয় গীতিকার ও বিজ্ঞাপন চিত্র নির্মাতা রাজীব আশরাফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দেশের জনপ্রিয় গায়ক অর্ণবের অনেক জনপ্রিয় গানের গীতিকার রাজীব আশরাফ। ‘হোক কলরব’, ‘নাম ছিল না’, ‘ধূসর মেঘ’, ‘প্রকৃত জল’, ‘ঘুম’, ‘রোদ বলেছে হবে’, ‘প্রতিধ্বনি’, ‘একটা মেয়ে’, ‘মন খারাপের একটা বিকেল’সহ ব্যাপক জনপ্রিয় বেশ কিছু গান লিখেছেন তিনি। রাজীব আশরাফ এয়ারটেলের অধিকাংশ টেলিফিল্মে গান লিখেছেন। এসব গানের মধ্যে রয়েছে ‘জলকণা উড়ে যায়’ (ভালোবাসি তাই), ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ (ভালোবাসি তাই ভালোবেসে যাই), ‘এই আমার শহর’ (অ্যাট-এইটিন অলটাইম দৌড়ের ওপর), ‘যাযাবর পাখনা’ (মাংকি বিজনেস), ‘এই যাত্রার শেষ কোথায় অজানা’ (ইউ-টার্ন)। রাজীব আশরাফ আরাফাত মহসিন পরিচালিত ‘জোনাক পোকা’ টেলিফিল্মে ‘নিঝুম রাতের তারা’, আদনান আল রাজীবের ‘মিডেল ক্লাস সেন্টিমেন্ট’ নাটকে ‘প্রহর’, ওল্ড স্কুলের মোবাশ্বের চৌধুরীর সুর-সঙ্গীতে তারিনের কণ্ঠে ‘কালো মখমল’ নাটকের গানও লিখেছেন। শুধু নাটক বা টেলিফিল্মে নয়, রাজীব আশরাফ সিনেমাতেও গানও লিখছেন। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমায় ‘বোকা চাঁদ’ শিরোমানের গান লিখে তিনি বেশ প্রশংসা লাভ করেছিলেন। এ গানেও কণ্ঠ দিয়েছেন অর্ণব। সঙ্গীত রচনার পাশাপাশি রাজীব আশরাফ বিজ্ঞাপন নির্মাণেও খ্যাতি লাভ করেছিলেন। অন্য দিকে অভিনয়ও করেছেন বেশকিছু নাটক-টেলিফিল্মে। খ্যাতিমান গীতিকার ও নির্মাতা রাজীবের মৃত্যকে শোক জানিয়েছেন শোবিজ ভুবনের মানুষজন।