আলমডাঙ্গা কলেজপাড়ার পরিচিত মুখ রাজিবুলের অকাল মৃত্যু

- আপডেট সময় : ০৪:৩৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা শহরের সকলের পরিচিত মুখ রাজিবুল ইসলাম মিশুর (২১) অকাল মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজিবুল ইসলাম মিশু কৃষি ব্যাংকের কর্মকর্তা আবুল কালাম আজাদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকে মিশু হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেও কোনো উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মিশুকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা উত্তরা কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মিশুর মৃত্যু হয়। এদিকে, মিশুর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বাদ জুম্মা আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।