ঝিনাইদহ সদর হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

- আপডেট সময় : ০৭:৪৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬ ৩১৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত (৬৯) এক বৃদ্ধ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। রবিবার সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক আসাদ-উজ-জামান জানান, গত ২৩ আগস্ট জেলার কোটচাঁদপুর রেল স্টেশনের পাশে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনী তাকে উদ্ধার করে স্থানীয় কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে গত ২৫ আগস্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে রবিবার সকালে মারা যায়। তার শরীরের পিছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চেতনা নাশক কিছু খাওয়ানোর পর ফেলে রাখা হয়েছিল বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। লাশ ময়না তদন্ত করে বেওয়ারিশ দাফনের জন্য ঝিনাইদহ আঞ্জুনামে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ