জমকালো আয়োজনে আলমডাঙ্গায় জাতীয় কবির ৪১ তম শাহাদত বার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৭:৪১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০১৬ ৩১২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: জমকালো আয়োজনে আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ এ উপলক্ষে কবির সৃষ্টি ও জীবন নিয়ে আলোচনা ও বর্ষাকালীন রাগপ্রধান নজরুল সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে শনিবার সন্ধ্যারাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা জাসদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম সরোয়ার, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, আনোয়ারুল ইসলাম সাগর, প্রশান্ত বিশ্বাস, রহমান মুকুল, সাম্প্রতিকী ডট কম’র বার্তা সম্পাদক আতিকুর রহমান ফরায়েজী, পিন্টু রহমান, গৌতম কুমার পাল, আতিক বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, পান্না মাস্টার, হাবীবুর রহমান, তাজুল ইসলাম। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন- কমলকান্তি চক্রবর্তী, রেজাউল করিম,রাকিবুল হাসান খান টিটার, পান্না মাস্টার, আশরাফুল হক, গৌতম কুমার পাল, আতিক বিশ্বাস। তবলায় ছিলেন তুষার ও সুশীল কর্মকার। শেষে এক মনোজ্ঞ রাগ প্রধান গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিদের পুরষ্কৃত করা হয়।