কুড়ুলগাছির নতুন গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

- আপডেট সময় : ০৫:২৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৫ বার পড়া হয়েছে
প্রতিবেদক কুড়ুলগাছি:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে পুকুরের পানিতে ডুবে মোস্তাকিম হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর (নতুন গ্রামে) এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম কুড়ুলগাছি ইউনিয়নের নতুন গ্রামে গ্রামের শফিকুল ইসলাম ওরফে ছোট খোকার ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে একটি পুকুরে বাড়ির কাউকে না বলে গোসল করতে যায় মোস্তাকিম। এসময় সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায় সে। পরিবারের সদস্যরা এসময় মোস্তাকিমকে আশে-পাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যা ৭টার পর পুকুরে নেমে অনুসন্ধান চালায় এবং শিশুটির মরদেহ পানি থেকে উদ্ধার করে।
কুড়ুলগাছি ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, শিশুটির মা নেই। বাবা এবং দাদা-দাদীর কাছে ছেলেটি মানুষ হচ্ছিলো। ‘শিশুটির বাড়ির পাশেই একটি পুকুর রয়েছে। গত কয়েকদিন আগে পুকুরটি খনন করা হয়েছে। মোস্তাকিম নামের শিশুটি বাড়ির কাউকে না জানিয়ে একা একা গোসল করতে এসে পানিতে ডুবে গেছে এমনটিই ধারনা করা হচ্ছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।