দামুড়হুদায় যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

- আপডেট সময় : ০৯:০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ৬ বার পড়া হয়েছে
দর্শনা অফিস:
দামুড়হুদায় দৈনিক যায়যায়দিনের ১৮ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দর্শনা প্রেসক্লাবের সভাকক্ষে নানা কর্মসূচির মধ্যদিয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। দৈনিক যায়যায়দিনের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হাসমত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু।
তিনি বলেন, দৈনিক যায়যায়দিন ভালোবাসার একটি নাম। আর এ ভালোবাসার জায়গাটি আরও একটি নতুন বছরে পা দিল। যায়যায়দিন পত্রিকা বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক সংবাদ প্রকাশ করে। এখনো নীতি-আদর্শ সংগ্রাম সাফল্য পার করছে দৈনিক যায়যায়দিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমানুল্লাহ আমান, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবির, দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, বিল্লান হোসেন, আব্দুস সালাম ভুট্টো, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, সাংবাদিক চঞ্চল মেহমুদ, আওয়াল হোসেন, সাব্বির আলিম, মাসুদ বিল্লা, ওয়াশিম রয়েল, আব্দুল হান্নান, ফরহাদ হোসেন, মেহেদী হাসান মিলন, বিল্লাল হোসেন প্রমুখ।