দর্শনায় ফ্যাশন গার্মেন্টস বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি

- আপডেট সময় : ০৫:৪১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ৭ বার পড়া হয়েছে
দর্শনা অফিস:
দর্শনায় ফ্যাশন গার্মেন্টস বিষয়ক তিন মাসব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য আব্দুল বারীর সভাপতিত্বে এ উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ২০১৬ সাল থেকে ফ্যাশন গার্মেন্টসসহ ৪টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৪৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও বীর মুক্তিযোদ্ধা মহাসীন আলী। এছাড়া উপস্থিত ছিলেন ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আব্দুস সালাম, উপ-সমন্বয়কারী নজরুল ইসলাম, রেমন্ড টেইলার্সের মালিক জাফর আলী ও ড্রেস হাউসের মালিক মোমিনুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন চাঁদনী, কুমারী মালা রাণী ও লতিফা খাতুন। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ময়ুরী আক্তার নামের এক প্রশিক্ষণার্থীকে বিনা মূল্যে একটি সেলাই মেশিন দেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এ কে এম আব্দুল বারী। অনুষ্ঠান পরিচালনা করেন সোহানুর রহমান সোহান।