এক ইউপি সদস্যকে পেটালেন অপর মেম্বার

- আপডেট সময় : ০৫:৩৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
জীবননগর অফিস:
জীবননগরে সার ও বীজ ভাগাভাগিকে কেন্দ্র করে সোহেল রানা শ্যামল মেম্বারকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে অপর ইউপি সদস্য জুম্মাত আলী মন্ডলের বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যায় হাসাদাহ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য সোহেল রানা শ্যামল বাদী হয়ে জুম্মাত মেম্বার ও তাঁর ছেলে মনিরসহ ছয়জনের নামে জীবননগর থানায় মামলা করেছেন।
আহত শ্যামল মেম্বার অভিযোগ করে বলেন, ‘সরকারিভাবে কৃষকদের মাঝে সার ও বীজ দেওয়া হয়েছে। চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে ১০ জন করে কৃষকের নামের তালিকা নিয়ে কৃষি অফিসে জমা দিয়েছেন। জুম্মাত মেম্বার মনে করে নামের তালিকা আমি করেছি। সোমবার সন্ধ্যায় হাসাদহ বাজারে ইউপি চেয়ারম্যান রবি বিশ্বাসের অফিসে আমিসহ বেশ কয়েকজন বসেছিলাম। এমন সময় জুম্মাত মেম্বার ও তার ছেলে মনির, ফয়সালসহ ছয়জন এসে আমাকে মারধর করে। এসময় সাগর নামের একটা ছেলে আমাকে তাদের হাত থেকে বাঁচাতে চেষ্টা করলে তাকেও মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় আমি জীবননগর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছি।’
এ বিষয়ে জুম্মাত মেম্বারের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, হাসাদাহ ইউনিয়নের দুই মেম্বারের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে শ্যামল মেম্বার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।