জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

- আপডেট সময় : ০৫:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ৭ বার পড়া হয়েছে
জীবননগর অফিস:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর থানা-পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স না থাকার পরও কয়েকটি প্রতিষ্ঠান পশুর খাদ্য বিক্রি করছিল। এমন অভিযোগ পেয়ে জীবননগর পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পশুর খাদ্য বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, বাজারের সকল পশুর খাদ্যের দোকানের মালিককে লাইসেন্স করতে হবে। লাইসেন্স না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তানভীর হাসান।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ