দর্শনায় স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা!

- আপডেট সময় : ০৯:০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৫ বার পড়া হয়েছে
দর্শনা অফিস:
স্বামীর নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে চম্পা (১৭) নামের এক কিশোরী গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে চম্পা। গতকাল রোববার ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়। চম্পা দর্শনার পরাণপুর গ্রামের আসতম আলীর মেয়ে ও শান্তিপাড়ার কুদ্দুস আলীর ছেলে সাগরের স্ত্রী। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে সাগর।
চম্পার বাবা আসতম আলী বলেন, ‘৯ মাস আগে চম্পাকে শান্তিপাড়ার সাগরের সঙ্গে বিয়ে দিই। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে চম্পাকে সাগর প্রায় মারধর করত। মেয়ের নির্যাতন কমবে ভেবে ১৫ দিন আগে সাগরকে ৩০ হাজার টাকা দিই। এরপরও নির্যাতন থামেনি। সাগরের নির্যাতন কথা শুনে মেয়েকে এক দিনের জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম। পরের দিন সাগর এসে চম্পাকে জোর করে নিয়ে যান। এ সময় মেয়েকে মারপিট করে। আমার মেয়ে সাগরের নির্যাতন সইতে না পেরে গত শনিবার ঘরের দরজা বন্ধ করে বুকে কোরআন শরীফ বেঁধে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
দর্শনা থানার তদন্ত কর্মকর্তা আহম্মদ আলী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রোববার ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় চম্পার পরিবারের পক্ষে থানায় সাগরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।